
বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমণি
মে ৯, ২০২২ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। সেই খবর ভক্তদের আগেই জানিয়েছেন নায়িকা। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন এই সুন্দরী। সমুদ্র সৈকতে স্বামীসহ ছবিটি প্রকাশ করেছেন পরী।
নিজের ফেসবুকে ছবিটি প্রকাশের পর পরই তা ভাইরাল হয়ে যায়। রোববার রাত ১২ টার কিছু আগে ছবিটি সামনে আনেন পরী। এরই মধ্যে ছবিতে লাইক দিয়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ। আর শেয়ার হয়েছে ৬০০ কাছাকাছি। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, Hello Second Trimester! 🤰🏻
Happy Mother’s Day 😘
Arif Ahmed Thank you for the amazing click 💝
Razz I love you 🤗♥️🙏
গত ২২ জানুয়ারি শরীফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় পরীর। জানা গেছে, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি।
এর আগে গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেন এই দুই অভিনয় শিল্পী। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দু’জনে।