
মা হলেন কাজল আগারওয়াল
এপ্রিল ২০, ২০২২ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী কাজল আগারওয়াল মা হয়েছেন। প্রথমবারের মতো মা হলেন তিনি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কাজল।
গৌতম কিচলু এবং কাজল দম্পতির ঘরে নতুন অতিথি নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না ভক্তদের। অবশেষে আজ ১৯ এপ্রিল মা হয়েছেন কাজল।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম। তারা দুজন দীর্ঘদিনের পরিচিত।
এদিকে শিগগিরই কাজলকে চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত ‘আচার্য’-এ দেখা যাবে। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে এটি। যদিও কাজল চেয়েছিলেন সিনেমাটি পরে মুক্তি পাক। কারণ এই সময়ে তিনি প্রচারণায় থাকতে পারবেন না। তবে সিনেমার নায়ক কাজলের আবদার রাখেননি।