
সুস্মিতাকে উদ্ধার করলেন সাবেক প্রেমিক
মার্চ ২৩, ২০২২কিছুদিন আগেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন সুস্মিতা সেন। সোমবার রাতে প্রাক্তনের সঙ্গেই মুম্বাইয়ের এক রেস্তরাঁয় দেখা যায় সুস্মিতাকে।
বিচ্ছেদ ঘোষণার সময়েই সুস্মিতা বলেছিলেন যে, সম্পর্কে ভাঙন ধরলেও তারা আজীবন বন্ধু থাকবেন। সুস্মিতা ও রোহমানের সঙ্গে ছিলেন সুস্মিতার ছোট মেয়ে আলিশা।
রেস্তরাঁয় বাইরে আসতেই সুস্মিতাকে ঘিরে ধরে তার ফ্যানেরা। সুস্মিতাও ফ্যানেদের মন রাখতে তাদের সঙ্গে সেলফি তুলতে থাকেন, বাড়তে থাকে ভিড়।
সেই ভিড়ের মধ্যে নিজের দুহাত দিয়ে সুস্মিতাকে গার্ড করে গাড়িতে তুলে দিলেন রোহমান।