
বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা
মার্চ ২, ২০২২সম্প্রতি দুই দক্ষিণী তারকা সুপারস্টার রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের খবরে উত্তাল ইন্ডাস্ট্রি। তারা কি সম্পর্কে রয়েছেন, এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মনে।
কদিন ধরেই গুঞ্জন এই বছরেই নাকি বিয়ে করার কথাও ভাবছেন তারা। সত্যিই কি তাই? এই প্রথমবার মুখ খুললেন রাশমিকা।
মিরচি ৯-জকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়েছেন, এই সবই আদপে ‘টাইমপাস গুজব’। তিনি বলেন, “আমার এখনও বিয়ের জন্য অনেক সময় রয়েছে। যখন সময় আসবে তখন ঠিকই বিয়ে করব। আর আমাকে নিয়ে যে সব গুজব লেখা হচ্ছে, তাদের একটা কথাই বলব… বলে যাও।”
এর আগে মুখ খুলেছিলেন বিজয়ও। তিনি বলেছিলেন, ‘এ সবই আদপে ননসেন্স’। বিয়ে বা প্রেমের কথা দুজনের কেউই স্বীকার করেননি। তবে কোথা থেকে গুঞ্জনের সূত্রপাত? বিগত বেশ কিছু মাস ধরে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে ওই তারকাকে।, কখনও রেস্তরাঁয় আবার কখনও বা এক গাড়িতে।