
বিয়ে নিয়ে যা বললেন অহনা
ফেব্রুয়ারি ৯, ২০২২ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী অহনা। কাজ করেছেন বড় পর্দাতেও। চলচ্চিত্রে চাহিদা থাকা স্বত্বে নিয়মিত হননি তিনি। নাটকে অভিনয়েই মনোযোগী এই অভিনেত্রী।
করোনার কারণে গেল দুইবছর গৃহবন্দী হয়ে সময় কেটেছে অহনার। বর্তমানে তিনি সরব হয়েছেন শুটিংয়ে। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার ও নারিন্দায় শুটিং করছেন ফেরারী ফরহাদের রচনায় লেজার ভিশন প্রযোজিত ‘তাফালিং’ নাটকের। এ নাটক পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। সেখানে ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় শেয়ার করেন নিয়মিত। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কবে বিয়ে করবেন অহনা? সোশ্যাল মিডিয়ায় এ প্রশ্ন প্রায়ই শোনা যায়।
এ নিয়ে অহনার স্পষ্ট জবাব, তিনি মায়ের পছন্দে বিয়ে করবেন এবং সেটা সবাইকে জানিয়েই। তবে আপাতত কাজেই কেবল মনোযোগ দিতে চান এ অভিনেত্রী।