
নিপুণকে জয়ী ঘোষণা করলো আপিল বিভাগ
ফেব্রুয়ারি ৫, ২০২২বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করলো আপিল বিভাগ। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭ টায় এফডিসিতে এই ঘোষণা দেন আপিল বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান।
একই সঙ্গে মিশা-জায়েদ পরিষদের জয়ী ফাইট ডিরেক্টর চুন্নুর প্রার্থীতাও বাতিল করে সেখানে নাদির খানকে বিজয়ী করা হয়েছে।
এদিকে আপিল বিভাগের এই রায় প্রহসনমূলক বলে সভায় উপস্থিত হননি চিত্রনায়ক জায়েদ খান। শুধু তাই না এই আপিল বিভাগ অবৈধ বলেও দাবি করেন তিনি।
এর আগে আপিল বিভাগের অন্যতম সদস্য মোহাম্মদ হোসেন জেমীও এক বিবৃতিতে নতুন আপিল বিভাগকে অবৈধ বলে জানিয়েছিলেন।