
ডলি জহুরের করোনা পজিটিভ
ফেব্রুয়ারি ১৯, ২০২২বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ডলি মা’র করোনা পজিটিভ। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সবাই ডলি মায়ের জন্য দোয়া করবেন।’
দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মাসে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন।
বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।