
হিরো আলমের নতুন চমক
জানুয়ারি ১২, ২০২২নায়ক, গায়ক ও প্রযোজক হিরো আলম নতুন খবর দিলেন। এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন তিনি। এ নিয়ে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন।
হিরো আলম জানান, আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ শেষ। কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। এজন্য ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। আমি আস্তে আস্তে ওটিটি প্ল্যাটফর্ম করার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও জানান, আমার তো বগুড়ায় ডিশের ব্যবসা আছে । তা থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। আশা করি ওটিটির বিজনেসও আমি ভালোভাবে চালাতে পারবো। কোনো সমস্যা হবে না। নতুন নতুন ছেলে মেয়েদের কাজের জায়গা দিতে পারবো। যা আমার কাছেও ভালো লাগবে। আশা করছি এই বছরে সবার সামনে চলে আসবে আমার ওটিটি প্ল্যাটফর্মে।