
স্বামীকে নিয়ে চার দিনের জন্য মালদ্বীপ যাচ্ছেন মিম
জানুয়ারি ৭, ২০২২জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পর পরই স্বামী সনি পোদ্দারের সঙ্গে মালদ্বীপ যাচ্ছেন। আর এই সফরের কারণ হলো হানিমুন।
জানা গেছে, স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাতে চার দিনের জন্য মালদ্বীপে যাচ্ছেন মিম। নায়িকা জানিয়েছেন, হানিমুনে বরকে নিয়ে মালদ্বীপ যাবেন। ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। সেখানে একটি রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাবেন তারা।
মিম জানান, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল হয় মিমের। চলতি মাসের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মিম-সনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে ছয় বছরের প্রেমের সম্পর্কে ছিলেন তারা।