
যে কারণে সভাপতি পদে নির্বাচন করেননি ডিপজল
জানুয়ারি ৩০, ২০২২বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২১২ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এর আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেন তিনি।
পুনরায় নির্বাচিত হয়ে ডিপজল বলেন, ‘নির্বাচন করার আগ্রহ আমার কম। নির্বাচন না করলেও আমার চলে। তারপরও নির্বাচন করি, যাতে কমিটিতে থেকে সকলকে নিয়ে সাংগঠনিকভাবে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারি। কমিটিতে যারা আছেন, তাদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে সংগঠনকে কার্যকর ও এগিয়ে নেয়ার কাজ করার জন্যই নির্বাচনে দাঁড়াতে হয়।’
বার বার সহ-সভাপতি পদে নির্বাচন করছেন ডিপজল। সভাপতি পদে নির্বাচন না করার কারণ হিসেবে ডিপজল বলেন, ‘আমাকে ব্যবসা-বাণিজ্য ও সিনেমা নির্মাণ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয়। সমিতিতে সার্বক্ষণিক সময় দেয়া সম্ভব নয়। সমিতির জন্য সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব দরকার, যারা সব সময় সমিতির কাজ এগিয়ে নেবে। তা ছাড়া শিল্পীদের কল্যাণ ও পাশে থাকার জন্য সভাপতি হওয়ার দরকার নেই। বাইরে থেকেও করা যায়। তবে কমিটিতে থেকে সম্মিলিতভাবে কাজ করলে সমিতি গতিশীল হয়। আমি কমিটিতে আছি এবং তাদের সঙ্গে নিয়েই অতীতেও কাজ করেছি, এখনো করবো।’