
গায়ক ইলিয়াসের বিরুদ্ধে স্ত্রীর মামলা
জানুয়ারি ৪, ২০২২গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেছিলেন গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী সুবহা শাহ হুমায়রা। কিন্তু বিয়ের এক মাস না পেরুতেই স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগ সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবহা, মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
নবাগত নায়িকা সুবহা ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।
অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।