
করোনায় আক্রান্ত মিথিলা
জানুয়ারি ৮, ২০২২এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা তেহরীম খানের পর আক্রান্ত হলেন তিনি। বর্তমানে হালকা ঠাণ্ডা ও কাশি আছে মিথিলার।
আজ শনিবার মিথিলা জানান, বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। তিনদিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।
এর আগে গত ২ জানুয়ারি সৃজিত ও ৫ জানুয়ারি মিথিলার মেয়ে আইরার করোনা শনাক্ত হয়।