
আসছে ফারিয়ার ‘হাবিবি’
নভেম্বর ৪, ২০২১তিন নম্বর সিঙ্গেল নিয়ে আবারো গানে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া । আগামী ৭ নভেম্বর আসছে এই গায়িকা-নায়িকার নতুন গান-হাবিবি।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ গত ২ নভেম্বর প্রকাশ করেছে এর টিজার। নিজেদের ফেসবুক পেজে ক্যাপশনে লিখেছে, ‘রানী যখন মঞ্চে আগুন ধরিয়ে দেন’!
ফারিয়া গানটি প্রসঙ্গে বলেন, ‘এটি অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটি গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। মুম্বাইয়ে এর শুটিং করেছি। এটি আমার সবচেয়ে বিলাসবহুল একটি মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’
নূর নবীর কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আদিব কবির। এর ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।
‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে আসেন নুসরাত ফারিয়া। এরপর প্রকাশ হয়েছে তার ‘আমি চাই থাকতে’ গানটি। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।