
মোটরসাইকেলে বিশ্বভ্রমণে অজিত
সেপ্টেম্বর ২৬, ২০২১তামিল সিনেমার অভিনেতা অজিত কুমার মোটরসাইকেলে চড়ে বিশ্বভ্রমণের পরিকল্পনা করেছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন তিনি।
অজিত বিএমডাব্লিউ আর ১২০০ জি এস মোটরসাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন। এই মোটরসাইকেলটির দাম প্রায় ২৫ লক্ষ টাকা। এবার তিনি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা ভ্রমণ করবেন।
অভিনয় ছাড়াও অজিত পেশাদার কার রেসার। তিনি জার্মানি এবং মালেয়েশিয়াসহ বিভিন্ন দেশে রেইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ভারতের হয়ে ২০০৩ সালের ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালে ফর্মুলা ২ চ্যাম্পিয়নশিপেও রেইস করেছের তিনি।
ভারতের তৃতীয় সেরা মোটর গাড়ি চালকের স্বীকৃতি অর্জন করেছের অজিত। ২০১৪ সালে ‘ফোবর্স’ ম্যাগাজিন সেরা ১০০ জন তারকার তালিকায়ও দেখা গেছে অজিত কুমারের নাম।