
ফের জুটি হলেন শাকিব-ফারিয়া
সেপ্টেম্বর ৮, ২০২১তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে তাদের এক সাথে দেখা যাবে।
সম্প্রতি রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে বার্জার পেইন্টস এর বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়েছে। এটি নির্মাণ করেছেন সামিউর রহমান। বিজ্ঞাপনটির জিঙ্গেল দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। মিউজিক করেছেন প্রীতম হাসান।
নির্মাতা সূত্রে জানা গেছে, রোমান্টিক ধাঁচের বিজ্ঞাপনটি চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
এর আগে, এই দুই তারকা এক সাথে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন। আর গত বছর মুক্তি পায় এ জুটির ‘শাহেনশাহ’ সিনেমাটি।