
এবার নওয়াজউদ্দিনের নায়িকা হচ্ছেন জয়া আহসান
সেপ্টেম্বর ১৫, ২০২১বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের। নকশাল আন্দোলনের গল্প নিয়ে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। এই সিরিজে বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর রিপরীতে অভিনয় করবেন জয়া আহসান।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় নির্মিত হবে রাজনৈতিক এই সিরিজ। যেখানে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর আর তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রযোজনা সংস্থা সিনেক্স এর প্রযোজনায় সব ঠিক থাকলে সিরিজটি আগামী বছর আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
গত দেড় বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। শুটিং হতে পারে কলকাতা, মুম্বাই, কেরল, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন ও রাশিয়াতে।
সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে রণিত রায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকেই। এছাড়াও থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা।