
ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর
সেপ্টেম্বর ১৫, ২০২১ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অনেকদিন হলো অভিনয়ে নেই । অস্ট্রেলিয়ায় ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস তার। সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে শাবনূর গণমাধ্যমকে বলেন, ‘ভক্তদের কথা ভেবেই ইউটিউব চ্যানেলটি খুলেছি। এর আগে ফেসবুকে একটি পেজও চালু করেছি। আমাকে অনেকে মিস করেন। আমিও দেশ ও দেশের মানুষকে মিস করি। তাই সবার সঙ্গে যোগাযোগটা নিয়মিত রাখতে এসব মাধ্যমে নিয়মিত থাকতে চাইছি।’
১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’
শাবনূর বলেন, ‘এ মূহূর্তে বিধিনিষেধে সময় কাটছে। বিধিনিষেধ জীবনের ডায়েরি শিগগির ইউটিউবে আপলোড করব। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও ভক্তদের জন্য পর্যায়ক্রমে আপলোড করব।’
২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি এ অভিনেত্রীকে।