
অ্যাকশন সিনেমার শুটিংয়ে শাহরুখ খান
সেপ্টেম্বর ৫, ২০২১বলিউড বাদশা শাহরুখ খান বিরতি ভেঙে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন তিনি। এরইমধ্যে শুরু করলেন আরও একটি নতুন সিনেমার কাজ।
অ্যাকশন নির্ভর সিনেমাটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের পুণে এলাকায় শুটিং চলছে। সেখানে শাহরুখ খানসহ অনান্য শিল্পী-কলাকুশলীরা যোগ দিয়েছেন। টানা দশ দিন সেখানে শুটিং চলবে।
নাম ঠিক না হওয়া এ সিনেমায় শাহরুখের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। সিনেমাটির ইউনিটে তিনিও যোগ দিয়েছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে রূপদান করতে দেখা যাবে কিং খানকে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন প্রিয়মণি।