
হৃতিক ও রোনালদোর সঙ্গে রাত কাটাতে চান মিমি!
আগস্ট ৭, ২০২১সাংসদ-তারকা মিমি চক্রবর্তী ভারতীয় সংবাদমাধ্যমকে নিজের বিয়ে, নৈশ ডেট সঙ্গী, পছন্দের জায়গা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
কবে বিয়ে করবেন অভিনেত্রী? এই প্রশ্নের মিমির জবাব, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। তাই আপাতত রাজনীতি নিয়ে, অভিনয় নিয়েই থাকতে চান তিনি। এর বাইরে কিছু ভাবছেন না ।
মিমি বলেন, বিয়ে তো লুকিয়ে করব না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।
পাশাপাশি মিমি জানিয়েছেন, নিজের দেশে রাতে ডেট করতে হলে পুরুষ সঙ্গী হিসেবে বাছবেন হৃতিক রোশনকে। বিদেশে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!