
স্পর্শিয়া এখন কী করছেন?
আগস্ট ৮, ২০২১জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। এরপর লকডাউনের সময় বাসায় থাকছেন তিনি। তবে একেবারে বসে নেই তিনি। নতুন কিছু কাজের হোমওয়ার্ক করছেন এই অভিনেত্রী।
স্পর্শিয়া জানান, এই সময়ে নতুন একটি ওয়েব সিরিজ ও দু’টি ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। করোনা পরিস্থিতি ভালোর দিকে গেলেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননা।
মুক্তির অপেক্ষায় আছে স্পর্শিয়ার ৩টি চলচ্চিত্র। এগুলো হলো- নায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’, অনন্য মামুনের ‘বন্ধন’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমাটি।
অভিনয়ের বাইরে এই অভিনেত্রীকে গেল ঈদে দেখা গেছে উপস্থাপনায়। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থপানা করেন তিনি।