
রোমান্টিক শহরে আবেদনময়ী মল্লিকা
আগস্ট ২৩, ২০২১দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সবশেষ ২০১৫ সালে ‘ডার্টি পলিটিকস’ ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
রূপালি পর্দার আড়ালে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মল্লিকা। যখন যেখানে ঘুরতে যান তার ছবি শেয়ার করেন।
এর ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন মল্লিকা শেরাওয়াত। যেখান থেকে জানা এ অভিনেত্রী রয়েছেন প্যারিসে।
বলিউডের এই সুন্দরী আইফেল টাওয়ার পেছনে রেখে তোলা কয়েক ছবি শেয়ার করেছেন। যেখানে লাল রঙের একটি পোশাকে দেখা গেছে তাকে।
ছবিগুলোর ক্যাপশনে মল্লিকা লিখেছেন, প্যারিস হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি রোমান্টিক শহর।