
মৌসুমী হামিদের ‘ওসমান’
আগস্ট ২১, ২০২১নন্দিত অভিনেত্রী মৌসুমী হামিদ এবার ওয়েব সিরিজে নাম লেখালেন। ‘ওসমান’ শিরোনামের ওয়েব সিরিজে প্রথমবারের মতো দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু।
এ ব্যাপারে মৌসুমী হামিদ বলেন, ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা আমার শুরু থেকেই ছিল। কিন্তু ভালো কিছু দিয়ে তার শুরুটা করতে চেয়েছি। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।
বর্তমানে তার হাতে আছে ‘বাজিমাত, ‘মেহমান’ ও ‘মধুমতি’সহ একাধিক ধারাবাহিক নাটকের কাজ রয়েছে। এছাড়া হৃদি হকের পরিচালনায় সরকারি অনুদানের ‘১৯৭১ সেইসব দিন’- শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। এতে একজন বিপ্লবী মেয়ের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।