
মেহজাবিনের সাফল্যের সেঞ্চুরি
আগস্ট ১০, ২০২১টিভি তারকা মেহজাবিন চৌধুরীর গেল ঈদ দুর্দান্ত কেটেছে। দর্শক সাড়ায় এবারের সেরা অভিনেত্রী তিনিই। সেই আনন্দে উচ্ছ্বসিত এ অভিনেত্রীর নামেন পাশে যেগ হলো নতুন সাফল্য।
বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছেন মেহজাবিন। তিনিই প্রথম অভিনেত্রী, যার ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা এখন পর্যন্ত কোনো অভিনয়শিল্পীর জন্য সর্বোচ্চ।
সঙ্গে যোগ হলো নতুন অর্জন, তা হলো- এ অভিনেত্রী এরই মধ্যে ৫ মিলিয়ন ভিউয়ের সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার অভিনীত ৪৩৮টি নাটকের মধ্যে ১০০টি নাটক ৫ মিলিয়ন ভিউ পার করেছে।
এমন অর্জনে মেহজাবিন চৌধুরী বলেন, কোন নাটকে কত ভিউ হলো বা কি রেকর্ড হলো আমি সেটা ভেবে কখনো কাজ করি না। সবসময় চেষ্টা করি দর্শক যেন আনন্দ পান, উপভোগ করেন। কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে।
তিনি আরো বলেন, ভক্তরা সবসময় আমার এত বেশি খেয়াল রাখেন এবং খোঁজখবর রাখেন; আমি সত্যি অবাক হই। আমার কাজ সম্পর্কে আমি নিজেও মনে হয় এতটা জানি না, তারা যতটা জানেন। তারা সবকিছুর খোঁজখবর রাখেন। তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা।
বর্তমানে মেহজাবিন লকডাউনে অবসর সময় পার করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই ব্যস্ত হয়ে উঠবেন শুটিংয়ে।