
মুক্তির অপেক্ষায় মার্ভেল ইতিহাসের প্রথম এশিয়ান সুপার হিরো সিনেমা
আগস্ট ২১, ২০২১মুক্তির অপেক্ষায় মার্ভেল ইতিহাসের প্রথম এশিয়ান সুপার হিরো সিনেমা “শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ডস অব দ্য টেন রিংস”। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স প্রথমবারের মত এশিয়ান কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে।
কমিক জগতের অন্যতম বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চাইনিজ-কানাডিয়ান অভিনেতা ‘সিমু লিউ’। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পালন করবেন ৪২ বছর বয়সী খ্যাতিমান পরিচালক ‘ডেস্টিন ডেনিয়েল ক্রেটন’। যিনি পূর্বে শর্ট টার্ম ১২, দ্যা গ্লাস ক্যাটেল ও জাস্ট মার্সির মত ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করে দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন।
যদিও পূর্বে তার কখনই সুপারহিরো নির্ভর সিনেমা নির্মাণের ইচ্ছাই ছিল না। কিন্তু মার্ভেল স্টুডিও যখনই শ্যাং-চি চরিত্রটিকে নিয়ে সলো সিনেমা তৈরির ঘোষণা দেয় তার মনে সিনেমাটি নিয়ে কৌতুহল জাগে।
যেহেতু ক্রেটন নিজেই আমেরিকান-জাপানিজ বংশোদ্ভূত তাই সিনেমার প্লট ও চরিত্রটি পছন্দ হওয়ায় নিজ আগ্রহেই তিনি সিনেমাটি পরিচালনার ব্যাপারে আগ্রহ জানান।
সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ‘ওয়ান্ডার ওম্যান’ ১৯৮৪ খ্যাত চিত্রনাট্যকার ডেভিড ক্যালাহাম।