
মালাইকার সঙ্গে অর্জুনের একান্ত ছবি ভাইরাল
আগস্ট ২২, ২০২১উইকেন্ড গার্লফ্রেন্ড মালাইকা আরোরার সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন অভিনেতা অর্জুন কাপুর! ইনস্টাগ্রাম স্টোরিতে তারই ঝলক শেয়ার করলেন তিনি। যেখানে মালাইকার একটি মনোক্রোম ছবি শেয়ার করেন অর্জুন।
ছবিতে দেখা গেছে, খাবার টেবিতে অর্জুনের ঠিক বিপরীতে বসা অভিনেত্রী। হাতে ফোন। ক্যামেরার থেকে অন্যদিকে তাকিয়ে আনমোনা মেজাজে দেখা গেছে তাকে। কালো ট্যাঙ্ক টপ পরে রয়েছেন তিনি। চুল পনি টেল করে বাঁধা।
নিজের খেয়ালেই যেন ব্যস্ত মালাইকা। ক্যামেরার পিছনে রয়েছেন অর্জুন। স্টোরিতে যে ছবি পোস্ট করে মালাইকাকে ট্যাগও করেছেন তিনি।
প্রায় তিন বছর ধরে ডেট করছেন অর্জুন-মালাইকা। বয়সে বড় গার্লফ্রেন্ড, সেই নিয়ে বারবরই কটাক্ষের মুখে পড়ে অর্জুন-মালাইকার সম্পর্ক।