
মারাঠি সিরিয়ালের বাংলায় চঞ্চল চৌধুরী
আগস্ট ৯, ২০২১২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। নির্মাণ করবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি।