
প্রিয়াঙ্কা, দীপিকা ও আনুশকা; কে বেশি ধনী?
আগস্ট ৩১, ২০২১হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মা। বলিউডের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত তারা।
একাধিকবার ফোর্বসের করা ধনী তারকাদের তালিকায় উঠে এসেছে এই তিন অভিনেত্রীর নাম। কিন্তু প্রিয়াঙ্কা, দীপিকা এবং আনুশকার মধ্যে কে বেশি ধনী? এমন প্রশ্ন অনেকের।
ফিল্মিশিয়াপ্পা ডট কম নামের একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জানায়, এই তিন তারকার মধ্যে সম্পদের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা। তার মোট সম্পদের পরিমাণ ৩৫১ কোটি টাকা। বলিউডের এই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনি।
দীপিকার পরের অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা। নিউজ এবল ডট এশিয়ানেট নিউজের-এর প্রতিবেদন অনুসারে ২২৫ কোটি টাকার সম্পত্তির মালিক এই অভিনেত্রী।
আবার ফিল্মিশিয়াপ্পা ডট কম-এর প্রতিবেদনে জানা যায়, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ ২৬৪ কোটি টাকা। অভিনয়ের বাইরে প্রযোজনা করেও আয় করছেন তিনি।