
পরীর ‘মা’ নাট্যপরিচালক চয়নিকা আটক
আগস্ট ৬, ২০২১মাদক মামলায় গ্রেপ্তার হওয়া নায়িকা পরীমণির অনৈতিক কাজের সহযোগিতা করায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার (০৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করা হয়।
এই পরিচালককে পরী ‘মা’ বলে সম্বোধন করেন। গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।
ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমণি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র্যা ব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছিলেন পরীর এই সব অনৈতিক কাজে সহযোগিতা করছিলেন চয়নিকা। তাকেও গ্রেপ্তারের দাবি তোলেন অনেকে।