
টক দই মেখে গোসল করেন প্রিয়াঙ্কা চোপড়া
আগস্ট ৮, ২০২১অভিনয়ের পাশপাশি রূপের কারণেও প্রশংসিত সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া । বলিউড ছাড়িয়ে তার খ্যাতি হলিউডেও। কিন্তু প্রিয়াঙ্কার সৌন্দর্যের রহস্য কি জানেন?
ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহারে বিশ্বাসী এই অভিনেত্রী। নিয়ম মেনে ঘরোয়া উপায়ে রূপ চর্চা করেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া জানান, নিয়মিত টক দই মেখে গোসল করেন তিনি। এতে তার শরীরে পানির অভাব পূরণ হয়। প্রথমে শরীর ভিজিয়ে নেন। তারপর সাবানের পরিবর্তে তিনি মাখেন টক দই।
তিনি জানান, এরপর তিন মিনিট অপেক্ষা করেন। তারপর ভালো করে ধুয়ে ফেলেন। শুধু শরীরে নয়, স্কাল্পেও টক দই মাখেন। তাতে খুশকি চলে যায়।
প্রিয়াঙ্কা মনে করেন, টক দই মাখায় তার ত্বক উজ্জ্বলতা বাড়ে এবং ক্লান্তির ছাপ দূর করে।