
ঐশীর নতুন গান ‘মন নদী’
আগস্ট ২৩, ২০২১নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গত ১৯ আগস্ট গানটি প্রকাশ হয়েছে এমআর বেস্টমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
কি তৈরী ভাসাইলিরে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া ভয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে/ আসল নকল চিনলো না/ তৈরী চলে না…এমনই কথার গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ।
গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক আয়োজন করেছেন কাউসার খান।
‘মন নদ’ গানটি প্রসঙ্গে ঐশী বলেন, গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।