
অভিনেত্রীর মরদেহ উদ্ধার
আগস্ট ২৩, ২০২১ভারতের তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।
মূলত রাশিয়ান মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা। ভারতের উত্তর গোয়ার একটি গ্রামে বসবাস করতেন তিনি।
স্থানীয়দের দাবি, কিছু দিন আগে প্রেমিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকেই হতাশায় ভুগেছিলেন তিনি।
তামিল ‘কাঞ্চনা থ্রি’ নামের সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করে পরিচিত পান আলেকজান্দ্রারকে। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।