
মনামীর পোস্ট দেখে হাসির রোল
জুলাই ১৪, ২০২১টালিউডে একটা কথার প্রচলন রয়েছে তার নাকি বয়স বাড়ে না। দীর্ঘ দু-দশক হতে চললো বাংলা বিনোদন জগতে কাজ করছেন মনামী ঘোষ। আজও রূপে-লাস্যে যে কোনও অষ্টাদশী সুন্দরীকে টেক্কা দেবেন এই নায়িকা।
মনামীর বয়স বাড়ে না বলে কি বছরে দু-বার জন্মদিন পালন করছেন অভিনেত্রী! ভাবছেন ব্যাপারটা কী?
গুগল বলছে ১৯৮৩ সালের ১৩ জুলাই জন্মেছেন মনামী ঘোষ, ফলে তার ৩৭তম জন্মদিন ছিল গতকাল। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল, অথচ গুগলের মতো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তথ্য পেশ করায় বেশ কিছুটা হতাশ মনামী।
নায়িকার জন্মদিন বিভ্রাটের জেরে আজও অনেক শুভানুধ্যায়ী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশেষে বিরক্ত হয়ে নায়িকা ফেসবুকের দেওয়ালে লিখেই ফেললেন- ‘বলছি গুগল পিসেমশাই, আজ (গতকাল) আমার জন্মদিন নয়’।
মনামীর এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে যায়।