
বিয়ে করে মা হওয়া প্রসঙ্গে যা বললেন পপি
জুলাই ১, ২০২১ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয়ে নেই। গুঞ্জন শোনা যায়, বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন তিনি। এক সন্তানের মাও হয়েছেন পপি।
শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর নিষেধেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো অভিনয়ে দেখা যাবে না তাকে, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷
এবার এসব ধোঁয়াশাকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পপি। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেন, তার বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন।
এই নায়িকা বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হলেই আগের মতো নিয়মিত হবেন।
বিয়ে ও সন্তানের বিষয়ে তিনি আরো বলেন, বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।