
নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি
জুলাই ২১, ২০২১আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও গরু কোরবানি দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। বিএফডিসির অস্বচ্ছল মানুষদের জন্য তার এই মানবিক উদ্যোগ। তাও একটা বা দু’টো নয়। এবার ছয়টি গরু দিয়ে কোরবানি দিয়েছেন তিনি।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য এবার কর্তৃপক্ষ এফডিসির ভেতর কোরবানি নিষিদ্ধ করেন। এজন্য এফডিসির পাশে গরু কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়।
এরপর পরীমণি এফডিসিতে আসেন বিকাল ৬টা ১৫ মিনিটে। ৬ টা ৩০ মিনিটে এফডিসির পাশে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন নায়িকা।
অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই পরীমণির এ উদ্যোগ। ২০১৬ সালে এফডিসিতে গরু কোরবানি দেওয়া শুরু করেন পরীমণি। এর ধারাবাহিকতায় গত বছরও পাঁচটি গরু কোরবানি দিয়েছেন তিনি।