
দুই দশক পর মায়ের সঙ্গে দেখা অপূর্বর!
জুলাই ১৫, ২০২১এবার মা-সন্তানের ভালোবাসা নিয়ে ঈদের বিশেষ একটি নাটক নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির নাম ‘২১ বছর পর’। নিজের গল্পেই নাটকটি নির্মাণ করেছেন এই নির্মাতা।
নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, মনিরা আক্তার মিঠু, তারিফ। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা জানান, মা ও সন্তানের সম্পর্কের গল্পের নাটক এটি। যেখানে ২১ বছর পর মায়ের সঙ্গে তার সন্তানের দেখা হবে।
ঈদ আয়োজনে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এরপর এটি উন্মুক্ত করা হবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।