
এবার মহিষ কোরবানি দিচ্ছেন শিমলা
জুলাই ১৯, ২০২১ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিমলা ২০১৮ সালে ১০ লাখ টাকা দিয়ে কেনা একটি উট কোরবানি দিয়েছিলেন।
তবে আগামী ঈদুল আজহায় মহিষ কোরবানি দেবেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে শিমলা বলেন, আমি উট কোরবানি দিয়েছিলাম মায়ের ইচ্ছায়। এবার মা মহিষ কোরবানি দেয়ার ইচ্ছে পোষন করেছেন। মায়ের ইচ্ছেতেই এবার মহিষ কোরবানি দিচ্ছি।
২০১৮ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় নিজের গ্রামের বাড়িতে উট কোরবানি দিয়েছিলেন শিমলা। দশ লাখ টাকা মূল্যের ওই উট কোরবানি দিয়ে সে সময় গ্রামজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো। এবারও শিমলা কোরবানি দিচ্ছেন নিজ গ্রামেই। তবে উট নয়, মহিষ।