
এক গানে আকাশচুম্বী বাজেট
জুলাই ১৬, ২০২১‘আরআরআর’হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ হচ্ছে। এটি রেকর্ড পরিমাণ বাজেটের সিনেমা। বাহুবলীর পর থেকেই প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে নির্মাতা এসএস রাজামৌলির নতুন এই সিনেমা।
জানা গেছে, সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা এনটি রামা রাও জুনিয়র, রামচরণ, এবং বলিউড তারকা অজয় দেবগণকে।
আর এই সিনেমায় অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। এতে আলিয়ার চরিত্রের নাম সীতা। ‘আরআরআর’ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে তাকে। এই সিনেমার একটি গানের নাচের দৃশ্যের জন্য ধার্য করা হয়েছে ৩ কোটি রুপির বাজেট। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার বেশি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের সব কাজ প্রায় হলেও মুক্তি পেতে এখনও কয়েক মাস বাকি রয়েছে। তাই আলিয়াকে কেন্দ্র করে এই সিনেমায় একটি গানের নাচের দৃশ্য শুট করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। বলা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে নাকি এর আগে কোনো নাচের দৃশ্য শুটের জন্য এতো টাকার বাজেট হয়নি। এই গানের পোশাকের বাজেটই নাকি ছাড়িয়েছে ১ কোটি টাকার বেশি।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পাবে ‘আরআরআর’।