
শিগগিরই সুখবর দেবেন শবনম ফারিয়া
জুন ১৯, ২০২১দেশের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন চাকরির পর সম্প্রতি নতুন নাটকে অভিনয় করলেন শবনম ফারিয়া। এই অভিনেত্রী জানান, শিগগিরই আরো একটি নতুন সুখবর জানাবেন।
সেই সুখবর সম্পর্কে ফারিয়া বলেন, কিছুদিন ধৈর্য্য ধরুন। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাবো।
ফারিয়া সম্প্রতি ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’ নাটকে অভিনয় করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। এর গল্প ও চিত্রনাট্য করেছেন শাজাহান সৌরভ। এটি আসছে ঈদে প্রচার হবে।
টিভি নাটকের বাইরে ফারিয়া ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন। এই সিনেমায় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া। সর্বশেষ অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন তিনি।