
মেহজাবিনের রেকর্ড, যা বাংলা নাটকের ইতিহাসে প্রথম
জুন ৪, ২০২১অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা। এবার ইউটিউবে তার অভিনীত ২৫টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। বাংলা নাটকের ইতিহাসে মেহজাবিনই প্রথম যার ২৫টি নাটক এই মাইলফলক স্পর্শ করলো।
কোটি ভিউয়ের এসব নাটক হলো, ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’, ‘টম অ্যান্ড জেরি’, ‘সাইন্সের মেয়ে আর্টসের ছেলে’, ‘যদি তুমি জানতে’, ‘ভালো থেকো তুমিও’, ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’, ‘ফটোফ্রেম’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘শেষটা সুন্দর’, ‘অ্যাপয়েনমেন্ট লেটার’, ‘গোলাপি কামিজ’, ‘ফার্স্ট লাভ’, ‘আমার বউ’, ‘শিল্পী’, ‘লাভ ভার্সেস ক্রাশ’, ‘আনএক্সপেক্টেড স্টোরি’, ‘ক্যান্ডি ক্রাশ’, ‘শুধু তুমি’, ‘পার্টনার’, ‘তোমার অপেক্ষায়’, ‘গল্পটি তোমারই’, ‘বউ ও ফ্যাশন’।
এ বিষয়ে মেহজাবিন চৌধুরী বলেন, দর্শক আমার কাজ দেখেন, এতে অনেক খুশি। আমার কাজ দেখার পর তারা নানাভাবে প্রতিক্রিয়া জানান। তাদের এ ভালোবাসা ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তাদের এই ভালোবাসা যেন সবসময় পাই, এটাই কামনা।