
মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দেয়: মারিয়া মিম
জুন ২৫, ২০২১মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দিয়েছেন- এক পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। যদিও ওই পরিচালকের নাম জানাননি তিনি। শুক্রবার (২৫ জুন) সকাল ৬টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান মারিয়া মিম।
এ অভিনেত্রী লিখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি (মদ) খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’
প্রশ্ন ছুড়ে দিয়ে মিম লিখেন, ‘ভাই, তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত …করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব … ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’
২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।
বর্তমানে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত মিম। বিজ্ঞাপনচিত্র-সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। শিগগিরই গুলশানের ‘চামেলি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।