
ব্যবসায় নামলেন আঁখি আলমগীর
জুন ২৪, ২০২১অনেক তারকাই ব্যবসায় নাম লিখিয়েছেন। তাদের কেউ খুলেছেন রেস্তোরাঁ, কেউবা বুটিক হাউস, কেউবা দিয়েছেন পার্লার-জিমনেশিয়াম। এবার এই তালিকায় যুক্ত হলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।
মঙ্গলবার (২২ জুন) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ফ্যাশন হাউজ চালুর খবর জানান আঁখি আলমগীর। যার নাম রেখেছেন ‘মখমল’।
এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন একজন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। যা এতদিন নিজের জন্যই করতাম। এবার সেই অভিজ্ঞতা সবার জন্য উন্মুক্ত করলাম।
‘মখমল’র শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। তবে ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমশ বাড়বে। করোনা সংকটের কারণে ‘মখমল’ বিপণন ব্যবস্থা এখন চলছে অনলাইনে। পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট।