
পরীর জন্য হিরো আলমের গান ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’
জুন ১৯, ২০২১ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা চলমান। এরইমধ্যে মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বোট ক্লাবের ঘটনায় শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পরীমনির পাশে দাঁড়িয়েছেন। সবাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এরই ধারাবাহিকতায় পরীমনির জন্য গান গাইলেন হিরো আলম।
গানের কথায় কথায় ঘটনার বিচারের দাবি জানিয়েছেন সমালোচিত তিনি। বৃহস্পতিবার ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। গানটি প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মোমো রহমান।