
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলেন পরীমনি
জুন ১৪, ২০২১ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দীনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। সোমবার (১৪ জুন) দুপুরে সাভার থানায় তিনি এ মামলা করেন।
সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীমনি বাদী হয়ে মোট ছয় জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর ৩৮।
তিনি জানান, পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় এর আগে রাজধানীর মিরপুরের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। যেহেতু ঘটনাটি ঘটেছে সাভার থানা এলাকায়, তাই রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় এনে মামলায় রূপান্তর করা হয়েছে।