
অসুস্থ মিমি
জুন ২৬, ২০২১ভারতের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর ভোর রাত থেকে মারাত্মক ডিহাইড্রেশন, প্রেসার একেবারে কমে গেছে, এছাড়া রয়েছে ভীষণ পেটে ব্যথা।
ভোর চারটে নাগাদ এতটাই অসুস্থ বোধ করেন অভিনেত্রী যে তার পরিচারিকা মিমির আত্মসহায়ককে ফোন করে ডাকতে বাধ্য হন। গলব্লাডার এবং লিভারজনিত সমস্যায় ভুগছিলেন মিমি, নিয়মিত ওষুধও নিতেন। দিন কয়েক আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ় নেন মিমি।
তবে সেই ভ্যাকসিন ছিল পুরোপুরি ভুয়ো। ভ্যাকসিনের নামে জলে মিশিয়ে দেওয়া হয়েছিল অ্যামিকাসিন। মিমির বাড়িতে ডাক্তার এসেছেন, পরীক্ষা নিয়েছেন।
ডাক্তার জানিয়েছেন, ভ্যাকসিন থেকেও বিষয়টি হতে পারে কিংবা এও হতে পারে প্যানিক-টেনশনের কারণে অসুস্থ বোধ করছেন মিমি। আপাতত দিনের সমস্ত কাজের শিডিউল বাতিল করেছেন মিমি। এখন তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।