
শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলি
মে ২৫, ২০২১শুরু হলো শাকিব-বুবলি অভিনীত লিডার- আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় শুরু হয় এই সিনেমার শুটিং। এর আগে ফিতা কাটেন শাকিব খান, বুবলি, পরিচালক তপু খান ও প্রযোজনা প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা।
প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সৈয়দ আশিক রহমান বলেন, ‘সবাই দোয়া করবেন। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে সিনেমার কাজ শেষ করতে পারি। টানা ৩০ দিন চলবে সিনেমার দৃশ্যধারণ।’
কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার টার্গেট জানিয়ে আশিক আরও বলেন, ‘হাতে মাত্র দুই মাস সময় আছে। এর মধ্যে ৩০ দিন চলবে শুটিং। আর বাকি সময়টা পোস্ট প্রোডাকশন ও প্রচারের কাজে লাগবে। আমাদের টার্গেট কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়া।’