
রাইমাকে নগ্ন হওয়ার আহ্বান
মে ২৩, ২০২১রাইমা সেনকে নগ্ন ছবিতে ‘মোহময়ী’ লাগছে বলে দাবি অনুরাগীদের। ভালোবাসা উপচে পড়েছে ছবির তলায়। ছবির সৌজন্যে তথাগত ঘোষ। যে চিত্রগ্রাহকের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে এক সময়ে ফিসফিসানি চলেছ টালিউডে।
ছবিতে মন্তব্যের জোয়ার ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, ক্যামেরার দিক থেকে পাশ ফিরে রয়েছেন রাইমা। দেহের ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই। নীচে নীল রঙা জিন্স। শরীরের সামনে অংশ ঢেকে রেখেছেন একটি আলগা কাপড়ে। খোলা চুল তার কাঁধ বেয়ে নীচে নেমেছে।
অধিকাংশ অনুরাগী রাইমার ছবি দেখে মুগ্ধ। এক জনের মন্তব্য, ‘বঙ্গোপসাগরের মৎসকন্যা’-র মতো লাগছে রাইমাকে। আগুন ও ভালোবাসার প্রতীকে ছেয়ে গিয়েছে মন্তব্য বাক্স। কিন্তু মহিলাদের খোলামেলা ছবিতে অশালীন মন্তব্য করার থেকে নিজেকে আটকাতে পারেন না বহু মানুষ।
তাদেরই আগমন ঘটেছে এই ছবিতেও। কেউ লিখলেন, ‘প্রকৃতির সৃষ্টিকে ঢেকে রেখেছেন কেন? শরীর দেখাতে চাইলে সব দেখান’। কেউ লিখেছেন, ‘এরা আর ভালো থাকতে দিলো না’। আর এক নেটাগরিক চিত্রগ্রাহককে আক্রমণ করে লিখলেন, ‘সব মজা তথাগত স্যারের’।