
ভোট গণনায় পিছিয়ে শ্রাবন্তী, পায়েল ও তনুশ্রী
মে ২, ২০২১২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী ভাগ্য পরীক্ষায় নেমেছেন। তবে হেরে যেতে পারেন বিজেপির অনেক তারকা প্রার্থী। ভোট গণনায় পিছিয়ে পড়ছেন বিজেপির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হওয়া পশ্চিমবঙ্গের তিন অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী।
পশ্চিমবঙ্গেরে এবারের নির্বাচনের একেবারে পূর্ব মুহূর্তে হুট করে এই তিন নায়িকাই যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের তিনজনকেই মনোয়ন দিয়েছিল বিজেপি।
হাওড়ার শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার আর বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে পাওয়া খবরে জানা গেছে, ২৭৭ আসনের ভোট গণনা শেষ হলেও তিনজনই ভোটে পিছিয়ে রয়েছেন।