
তাহসানের সারপ্রাইজের অপেক্ষায় মিথিলা!
মে ১৩, ২০২১জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের বিবাহ বিচ্ছেদ হলেও অটুট ছিলো তাদের বন্ধুত্বের সম্পর্ক। তাহসানের পোস্টের কমেন্ট বক্সে মিথিলাকেও মন্তব্য করতে দেখা যায়। এবার ফেসবুকে পর পর স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিলেন তারা।
বুধবার রাতে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। পরক্ষণেই ফেসবুকে পোস্ট দেন মিথিলা। এরপরই তাহসান-মিথিলার মন্তব্য ঘিরে অনুরাগীদের মাঝে আগ্রহের সৃষ্টি হয়।
তাহসান লিখেছেন, ‘শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে’। এর কিছুক্ষণ পর স্ট্যাটাস দিয়ে মিথিলা লিখেছেন, ‘সত্যি! আমি সারপ্রাজটির জন্য অপেক্ষা করছি।’
মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। বাদ ছিলো শুধু সিনেমায় কাজ। অবশেষে অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবিতে মিথিলার বিপরীতে আছেন নিরব।
ওয়েব সিরিজ, সিনেমা ও নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান খান।