
ঢাকায় মা হবেন ঋতুপর্ণা!
মে ২৪, ২০২১পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের ছবিতে আগেও অভিনয় করেছেন। আবারও তাকে ঢাকাই ছবিতে দেখা যাবে। এবার নায়িকার মায়ের চরিত্রে হাজির হবেন এই অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চূড়ান্ত আলোচনার পর কাজ করার সম্মতিও দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।। তিনি দুটি ছবিতে করবেন এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। একটির নাম ‘ছোট মা’। অন্যটির নাম ‘জখম’।
প্রথম সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়াও কলকাতার আরেক শিল্পী অঙ্কুশ হাজরাও আছেন। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব-রানা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু।
অপূর্ব জানান, ছবিতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। চরিত্রটির জন্য বাংলাদেশের নবাগত কোনো অভিনেত্রীকে নির্বাচন করা হবে। দ্বিতীয় ছবিতে ঋতুপর্ণার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য ঢাকার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথাবার্তা চলছে।