
কত টাকায় নতুন ল্যাম্বরগিনি কিনলেন রণবীর?
মে ২৬, ২০২১বিলাসবহুল গাড়ির শখ বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। তার দীর্ঘদিনের স্বপ্ন ল্যাম্বরগিনি উরুস পিয়ার্ল ক্যাপসুল কেনার। অবশেষে সেটি এখন তার সংগ্রহে। সাড়ে ৩ কোটি টাকায় নতুন এই গাড়িটি কিনেছেন রণবীর।
ল্যাম্বরগিনির এই ‘সুপার এসইউভি’ মডেলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিনলেন রণবীর। ‘ক্যান্ডি অরেঞ্জ’ রঙের গাড়ি এখন পার্ক করা থাকবে তার বাড়ির গ্যারেজে।
রণবীরের গ্যারেজে আরও বেশ কয়েকটি দামি দামি গাড়ি রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ জিএলএস, এস্টোন মার্টিন রেপিড এস, ল্যান্ডরোভার ভোগ, জাগুয়ার এক্সজেএল, অডি কিউ ফাইভ। সেই তালিকায় নতুন যুক্ত হয়েছে ল্যাম্বরগিনির সুপার এসইউভি।